দেশে অনেক হচ্ছে শীতবস্ত্র বিতরণ
শীতের প্রকোপ না কমায়,
যে যার মত দয়ালু ব্যক্তিরা
শীতবস্ত্র বিতরণের কাজে যোগ দিয়েছে।
এতে করে গরিব-দুঃখী মানুষের
সুফল বয়ে আনবে,
শীত থেকে একটু হলেও পরিত্রাণ পাবে
এত শীত ঘিরে ধরেছে
যেন কোন মতেই..!
থামার উদ্যোগ নিচ্ছে না।।
রচনা কাল: ২৬-০১-২০২১
সময়: সকাল ১০:০০ টায়