হবে বরণ নতুন বছর
বাংলা মাস বৈশাখ মাস
বৈশাখ আসে হনহনিয়ে
দাপট তাঁর বৃষ্টি বাতাস।
ধুলা উড়ান যতসব আবর্জনা
বাতাসে ফেলবে আমের গুটি
ঝড়াবে নানা ফলের গুটি
বৈশাখ মানে না কোন বাধা।
নিজের খুশিমতো সব করে
বৈশাখের আছে অনেক আদর
বৈশাখে হবে সবাই নতুন
পড়বে নতুন জামা কাপড়
খাবে ভালো খাবার মনটা ভরে
ঘুরে বেড়াবে বিনোদন স্থানে
ফুটবে মুখে হাসি..!!
গান নৃত্য বাজনার সুরে
হয়ে যাবে সবাই মোহিত।
তারিখ:০৯-০৪-২০২২
সময়: রাত্রি ৯:০০ টায়
দিনাজপুর।