হেঁটে হেঁটে কতদূর
সামনে আছে যতদূর
হাঁটবে বান্দা ততদূর
রাস্তা শেষ।
সামনে সেতু
আবার রাস্তা খানিক দূর
পেয়ে যাবে দিঘীরপাড়
বাঁধা পেলো যাওয়া শেষ।
ফিরবে আবার পিছনে
আবার পাবে একই পথ।
পথে হেঁটে যায় গন্তব্যে
বিরতি পায় একটা সময়।
পথ আছে পথের মতো
মানুষ থাকে নিজের মতো
প্রয়োজনে যায় বাহিরে
পথটা পাড়ি দেয় যে সে।।
তারিখ: ২৯-০৬-২০২২
সময়: দুপুর ১:২০ টায়
দিনাজপুর