হাঁটবো কত..?
পথ হয় না শেষ
কোন পথেতে পা বাড়ালাম
হবে না তো শেষ।
জীবনটা কেমনে বাঁচবে
কোথায় পাবো শেষ ঠিকানা
চলতে থাকবো পথ
বিরাম নাই আহার নাই,
ঘুম নাই।
কি হলো জীবনটায়
এই ভাবে কাটবে কতকাল..?
যার নাই সমাধান..!!
হাঁটতে হবে সুদূর পথে।
ঠিকানাবিহীন পথে
নিজের ভুলে আজ
বিরামহীন পথে...!!
পা বাড়িয়ে পড়লাম;
অনেক বিপদে।
সৃষ্টি তুমি রক্ষা করো
দেখাও আমায় শেষ ঠিকানা।।
তারিখ:২১-০১-২০২২
সময়: বিকেল ০৫: ৫৫ টায়