কথারা আজ হারিয়ে যাচ্ছে
কোন যে মনের গভীরে
খুঁজে খুঁজে পাই না কথা
কোথায় খুঁজি তারে।

হঠাৎ হঠাৎ মনে পড়ে
একটি একটি কথা
আর কথা সব সাথে সাথে
লুকিয়ে যায় মনের কোণে।

দিনে দিনে এমনিভাবে
পড়ে মনে দল ছাড়া কথাগুলি
বহুদিনের বহু কথা
কে বা মনে রাখে।

কাগজের পাতায় তালিকা করা
হয় না কোনদিন..!!
নাই অবসর নাই প্রয়োজন
তাই তো এত ভুল।

সারি সারি কথার মালা
মনের কোণে গাঁথা।।

তারিখ:০৩-০৯-২০২২
সময়: সন্ধ্যা ০৬:০০ টায়
দিনাজপুর