হারিয়ে গেল খুঁজে খুঁজে বেড়ায়
কোথায় গিয়েছে...?
কোথায় লুকিয়েছে..?
কোথায় চুপটি করে বসে আছে।
মনে পড়ে না
সেই আগের দিনের
পুরনো স্মৃতি...!!
ভাবে কি একবার।
সত্যি কী হারিয়ে গেলো
আকাশে পূর্ণিমার চাঁদ
ঝলমল করে..!!
চেয়ে থাকেয়আকাশ পানে।
হয়তো আছে
আকাশের সাথে মিশে
দেখতে পাবো উজ্জল
আলোর কিরণে।
আলোতে আসিও
নিশিতে লুকায়ো মলিন মুখটায়
কি ফুটবে হাসি।।
তারিখ: ২০-০৩-২০২২
সময়: দুপুর ২:৩৩ টায়
দিনাজপুর