যা গড়াই তাই হারাই
ভুগি বিষন্নতায়
শ্রম দিয়েছি যাহাতে
থাকবে না কেন পাতে।

শ্রম দিয়ে খেতে চাই
একটু ভালো খাবার
আহারে বসে কিছু নাই
মনটা খারাপ লাগে।

গড়াতে বড় কষ্ট
হারানো চোখের পলক
ভেসে গেলো বাড়ি
নদীর কি আড়ি।।

তারিখ:১৩-০৬-২০২৩
সময়: দুপুর ১:০০ টায়
দিনাজপুর।