জমিদার বাড়ির কেশব রায়ের
পুকুরে আর তেমন পদ্মফুল ফোটে না
জমিদারের মৃত্যুর পর
সব ভগ্না দশায় পরিণত হয়েছে।
দেখভাল করার আর কেহ নাই
যে যার মত পারে বর্জ্য ফেলায়
যার কারণে পুকুরের গভীরতা আর নাই
নানা আগাছা জঙ্গলে যেন,
পুকুর ভরপুর।
একসময় পুকুরের টলটলে জলে ভর্তি ছিল
চারিদিকে বৃক্ষের সমাহার ছিল
এখন আর পদ্মফুল ফোটে না
পুকুরের পরিধির সংকীর্ণ হয়ে গেছে।
যারা দেখেছে এই পুকুরের রূপ
তারা পুকুরের দিকে এক পলক
দৃষ্টিতে তাকিয়ে খুব কষ্ট পায়
মনে মনে ভাবে সব সময় সব থাকেনা।
কালের বিবর্তনে সব হারিয়ে যায়
এখন পুকুরের সামান্য কিছু
কলেবর দেখা গেলেও..!!
আর দুই দিন পর সেটাও
দেখা বা বুঝার ক্ষমতা থাকবে না
ভরাট হয়ে আবাদী ভূমি বা
বসতভিটা হয়ে যাবে।।
রচনাকাল: ২৬-১২-২০২০
সময়: দুপুর ৩:৪০ টায়
দিনাজপুর।