হার মানছে শীতের চাদর
কাঁপছে শীতে জগতবাসী
কনকনে শীত ধরছে এসে
বুকের ভিতরে।
কামড়ে ধরে সীমার বাহিরে
চলে গেছে..!!
কি করবে সবাই দিশেহারা..?
চায় এখন দিবাকরের কাছে,
কঠিন উষ্ণতা ঢেলে ঢেলে দিলে
শীত নিবারণ হবে।
নইলে কষ্টে দিন পার করতে হবে
লেপ-কম্বলের মুখ থুবড়ে পড়েছে
আগুনকে এখন প্রাধান্য দিচ্ছে।।

রচনাকাল: ২১-১২-২০২০
সময়: বিকেল ৫:৩০ টায়
দিনাজপুর