আর খাওয়া নাই হাপুস হুপুস
খাওয়া এখন মাথায় উঠেছে
চলছে হানা মহামারীর.!!
জীবন বাঁচা দায়।
চিন্তা এখন!
কি হবে জীবনের মূল্যায়ন..?
থাকবো কিনা বাঁচব কিনা
ঊর্ধ্বশ্বাসে ভরা জীবনটা।
বিশ্বজুড়ে হানা!
কার কথা কারে কয়
সবাই আজ এক রশিতে বাঁধা
সৃষ্টি এসে কাটে যদি,
রশির বাঁধনটা।
বেঁচে গেলাম সবাই আমরা
থাকবো সুখে এই জগতে,
কাল কাটাবো..!!
নাই কোনো ভয় আর।।