গুণীজন অনেকজনের
একজন প্রসিদ্ধ ব্যক্তি
তাঁহার অন্তরটা অনেক গুণে ভরা
কেবল গুণ আর গুণ।

অনেক সৎ অনেক মানবতা
অনেক দয়া অনেক কর্তব্য
চোখদুটো থাকে চারিদিকে
ভালো কাজ করার জন্য,
সবসময় আগ্রহী।

কোন সময় আগ্রহ হারান না
নাই কোন বিরক্ত
নাই কোন অলসতা
ভাবনা কেবল একটা
কেমনে পুন্যের কাজ করতে পারবে।।

তারিখ:১০-০১-২০২২
সময়: রাত্রি ০২:০০ টায়
দিনাজপুর।