গ্রামীণ জীবনটা আর তেমন নাই
সবাই আজ শহরমুখী
গ্রামীণ জীবনটা এক কালে
দুধে ভাতে ছিলো।

খেত টাটকা শাকসবজি
খেত পুকুরের তাজা মাছ
গাছের ফল নিজের তৈরি
ফসলের খাদ্য।

এখন বিভিন্ন পদ্ধতিতে তৈরি
হওয়াতে আর পুষ্টি সমৃদ্ধ
খাদ্য পাচ্ছে না
ছায়া থেকে বঞ্চিত গ্রামবাসী
বটবৃক্ষের ছায়ায় এসে বসত।

পাঁচ দশ গ্রামের মানুষ একসঙ্গে বসে
অনেক আলোচনা বিনোদন হতো
সেটা আর নাই
গাছ সংরক্ষণ তেমন আগ্রহ
কারো মনে বেশি দেখা যাচ্ছে না।

এখন মানুষ ভিন্ন জগৎ খুঁজে
দেখতে চাচ্ছে
গ্রামীণ রূপটা ফেরানো প্রয়োজন
তবে আয়ুটা আরেকটু বৃদ্ধি পাবে।।

রচনাকাল:৩০-০৩-২০২১
সময়: দুপুর ১১:০০ টায়
দিনাজপুর