পহেলা বৈশাখ পৃথিবীর
সব দেশেই ঘরে ঘরে
গনেশ পূজা হয়ে থাকে
মন্দির ব্যবসা প্রতিষ্ঠান দোকান
হিন্দুধর্মাবলম্বীরা পূজা দিয়ে থাকে।
গণেশ পার্বতী ও মহাদেবের
দুই সন্তানের মধ্যে ছোট ছেলে
সব দেবতার যত পূজা আছে
আগে গণেশের পূজা হয়ে থাকে।
গণেশ মনোবাসনা পূরণ করেন
গণেশ পূজা দিয়ে..।।
শুভ হালখাতা শুরু হয়
তাঁকে সিদ্ধিদাতা গণেশ বলা হয়।
পহেলা বৈশাখ দোকানে
জিনিসপত্র খরিদ করলে
নানা উপকরণের মিষ্টি মুখ হয়
বাঙালিরা অপেক্ষায় থাকে।
কবে আসবে পহেলা বৈশাখ..?
তখন তৃপ্তিসহকারে জিনিস খরিদ করবে
নতুন বছরটা যেন গণেশ দেবতা
সুন্দর রাখে।।