অনুরোধে ঢেঁকি গিলে
প্রবাদ বাক্য অনুরোধ করছে তাই
অসাধ্যকে সাধন করতে বলছে
কষ্ট হলেও এত কঠিন কাজ
সমাধানে আনছে।
নিজেকে কঠিন বিপদে ফেলে
কাজ করে দিতে বাধ্য হয়েছে
অনেক কাকুতি মিনতি চোখের জল
দেখে মানবিক ব্যাক্তি...!!
কঠিন কাজে সাড়া দিয়েছে।
এইভাবে অনুরোধে ঢেঁকি গিলে
ঢেঁকি কাঠের আস্ত কাঠ
যা দ্বারা পূর্বে ধান ভাংত
এখন বিলুপ্তের পথে।।
তারিখ:০৭-০৫-২০২৩
সময়: বিকাল ০৫:২০ টায়
দিনাজপুর।