ঘুমের দেশে চলে গেলে
কেউ ফিরে না কোনদিন
কোথায় গিয়ে লুকিয়ে থাকে
খুঁজে খুঁজে কেঁদে কেঁদে
বাড়ি ফিরতে হয়।
ফিরে এসে উচ্চস্বরে
কেঁদে কেঁদে দিনটা হয় গত
মামা এলে বলি তারে
মা আছে কোথায়?
মামা কেঁদে বুক ভাসায়।
মুখে নাহি কথা
মা ছাড়া বাড়ি হলো
অন্ধকারের ঢিবি...!!
মামার মনে কি বা আছে।
বললো না আমায় খুলে
দুঃখ ভরা মনটি নিয়ে
ফিরে গেল বাড়ি।।
তারিখ:৩০-০৬-২০২৩
সময়: বিকাল ৪:০০ টায়
দিনাজপুর