চোখেতে ঘুম নাই
খবরের শেষ নাই
খবর এ খবরে..!!
ভরে গেছে পৃথিবীটা।
দেশজুড়ে খবরে কত
কিছু শুনা যায়
ভালো খবর কম হয়
মৃত্যু খবর অনেক হয়
জীবের উপর কেন ক্ষোভ
করছে কেন তছনছ;
চলবে এমন কতদিন
মুক্তি পাবে কোন দিন।।
রচনা কাল:০৬-০৭-২০২১
সময়: রাত্রি ১:৩০ টায়