শত্রু যখন মিত্র করে
জানবে বুঝি কি'বা আছে
শত্রু কখনো আপন হয় না
সুযোগ বুঝে মিত্র করে।

আবার পরে ঘায়েল করে
মিষ্টি কথায় ভুল না
শত্রুর পাশে যেও না
মরণটা হবে কখন যে।

ভয়ঙ্কর রূপ ধারণ করে
এড়িয়ে চলা বড় কঠিন।।

তারিখ: ২৩-০১-২০২৩
সময়: দুপুর ১২:০০টায়
দিনাজপুর।