ঘাসফড়িং ঘাসে থাকে
উড়ে উড়ে ঘাসে পড়ে
শিশুর দল ভালোবাসে
ঘাস ফড়িং এর খেলা।
সবুজ রঙের ঘাসে
মিশে থাকে ঘাসের গায়ে
খুঁজে খুঁজে বেড়াতে থাকে;
ঘাস জঙ্গলের ভিতর।
ধরতে গেলে উড়ে যায়
ঠাঁই নেই অন্য ঘাসে
খুঁজতে খুঁজতে পেয়ে যায়
কায়দায় ধরে ফেলে।
ধরলো ফড়িং ভাঙ্গলো পা
দুঃখ পেলো অনেক
ভাঙ্গা পায়ে কেমনে উড়বে
কোথায় বাঁধবে রশি।
রশিতে পা বেঁধে
খেলবে খেলা অনেক।।
তারিখ:০৭-০৩-২০২২
সময়: রাত্রি ১২:৪০ টায়
দিনাজপুর।