গেলো পৌষ এলো মাঘ
কি হবে রে বাপরে বাপ
আর পাবে না শীতে রেহাই
কাঁপতে থাকে থরো থরো।
একটা মাস যাবে কষ্টে
আসবে যখন ফাগুন
ফাগুন দিবে অনেক শান্তি
সেই শান্তিতে ভরপুর।
ডাকবে কোকিল কুহু কুহু
গানের তালে হারিয়ে যাবে
থাকবে না আর দিশা কোনো।।
তারিখ:০৪-০১-২০২২
সময়: রাত্রি ১:৪০ টায়