এত তীব্র শীত জনসাধারণ
কোনভাবেই ঠেকাতে পারছে না
আর সহ্য করতে পারছে না
তখন তাদের মুখে
একটি কথা।
চলে গেলেই বাঁচি এবারের জন্য
নদীর ভাঙ্গন বাঁধ দিয়ে
ঠেকানোর জন্য ব্যবস্থা নেয়
শীতের ব্যবস্থা কিভাবে নিবে.?
প্রকৃতি তো হাওয়ায় দুলছে
মহাকাশে বিচরণ করছে
প্রকৃতি নিজের ইচ্ছায় চলে
কাহারো করার কিছু নাই।
প্রকৃতির বিরুদ্ধে কার কাছে
সুপারিশ নিয়ে যাবে
কিছুদিন তান্ডব করার পর
আবার স্বাভাবিক হয়ে যাবে,
ফুটবে হাসি সবার মুখে।।