গাঁথা ফুল সুতায় বাঁধানো ফুল
ঝুলানো হয় গলায় ছবিতে
বেঁধে রাখা ফুল..!!
ঝরতে শুরু করে।
ফুল ঝরবেই কোনোভাবেই
বাঁচানো যাবে না
গাছে থাকলেও ঝরে
নাম তার ঝরাফুল।
ফুলে সাজিয়ে বরণ করা
তাঁকে অনেক মান্য করা
ফুলকে ভালোবাসো
ঘ্রাণ নাও।
দুটি ফুল গাছ
ঘরের কোণে লাগিয়ে রাখ।।
তারিখ:০১-১২-২০২১
সময়: সন্ধ্যা ৭:০০ টায়
দিনাজপুর।