বছর কখনো ফুরায় না
বছর থাকে জমা
বারোটা মাস পার হলে
সবাই বুঝে বছর হলো শেষ।
আবার আসবে নতুন বছর
হবে আবার শেষ
এমনি ভাবে বছর আসে
বছর যায়
নাইকো কোন ক্লেশ।।

তারিখ: ১৭-১১-২০২২
সময়: দুপুর ১:০০ টায়
দিনাজপুর।