পরীর দেশে যাবে খোকা
কোথায় পাবে পরীর দেখা
বায়না তাঁহার পরীরা কোথায় থাকে
পরীরা বেড়ায় উড়ে উড়ে।
কোথায় থেকে কোথায় যায়..?
নাইকো তাহা জানা
নীলাকাশে কোথায় খুঁজে পাবে
লেখাপড়া ছেড়ে দিয়ে,
রাত্রে দিনে চিন্তা খোকার।
পরী কেমন দেখতে চাই
ফুল বাগানে আসে পরীর দল
কখন আসে কখন যায়
চুপে চুপে চলে যায়।
রাত্রিকালে নিয়ে যাবে
বসে থাকবে ফুল বাগানে
অন্ধকারে ভয় পাবে
বলবে খোকা বাড়ি যাবো,
আর দেখবোনা পরীর দল।
আমায় নিয়ে যাও তাড়াতাড়ি
ভয়ে ভয়ে জীবন যাবে
পরী দেখা এত কষ্টের কাজ
পরীর ছবি একে একে,
দিন কাটাবো সারাদিন;
যাবো না আর পরীর দেশে।।
রচনা কাল: ২৯-১২-২০২০
সময়: ভোর ৫:০০ টায়
দিনাজপুর।