সম্বল এখন ফ্রেমের ছবি
ছিলো পৃথিবীতে মৃত্যু হয়ে
পৃথিবী ছেড়ে চলে গেছে
তাঁকে আর জীবিত..!!
পাওয়া যাবে না।
তাই তার স্মৃতিগুলো
সবসময় মনে ভেসে ওঠে
জীবিত খুঁজে পাই না
তখন ফ্রেমে বাঁধানো ছবি
মনকে আকৃষ্ট করে রাখে।
ওই ছবি মনকে ভুলিয়ে রাখে
মনে হয় আছে আমাদের মাঝে
হাসছে কথা বলছে, সব শুনছে
এই আনন্দ নিয়ে..!!
তাঁকে ভুলে জীবনটা
কাটিয়ে দেওয়া হয়।।
রচনা কাল:২৪-০৮-২০২১
সময়: দুপুর ৩:০০ টায়
দিনাজপুর।