হারিয়েছি বসন্ত
হারিয়েছি পিতা
বসন্ত ফিরে পেয়েছি
পাইনি ফিরে পিতা।
ফাগুন এলে বসন্ত ফিরে
পরপারে গেলে আর ফিরে না
বসন্ত গেলে দুঃখ কি?
আবার আসে বসন্ত।
ফুটায় গাছে গাছে নানা ফুল
দেয় একটু একটু হালকা বাতাস
মন জুড়ায় প্রান জুড়ায়
মনে হয় কোন জগতে আছি।
এমন বসন্ত মনকে
অনাবিল দোলা দেয়
হারাতে চায়না বসন্ত।।
তারিখ:১৩-১২-২০২২
সময়: সকাল ১০:০০টায়
দিনাজপুর