দান করে যাও অনেক টাকা
আবার টাকা ফিরবে হাতে
দান করা পুণ্যের কাজ
তাই ফিরে পায় আবার হাতে।
নরম হাতে দান করো
শক্ত হাতে ব্যথা পাও
যার আছে উদার মন
সে দিবে দানে মন।
কঠোর প্রাণে দান দেয় না
দান করে কেন নিঃস্ব হবো
আমার সম্পদ আমার কাছে
নষ্ট হোক দেখবো চোখে।।
ঈশ্বর দেই না দেওয়ার মন
তাই পারে না দিতে হাতে
ডাকবে সৃষ্টি যতবার
আসবে কাছে বারবার।
তারিখ:১৮-০৫-২০২২
সময়: দুপুর ১:৩০ টায়
দিনাজপুর।