ফিরবে কবে সোনার দিন
কবে পাবে সুখের দিন
আছে সবাই অনেক কষ্টে
কাটছে দিন মহামারীতে।

জীবন নিয়ে ক্ষণে ক্ষণে
শান্তি নাই কারো প্রাণে
কবে হবে প্রতিকার..?
ফিরে যেন সোনার দিন।

আর চাইনা কষ্টের দিন
সুখের দিনে সারা জাগুক
বিষন্নতা চলে যাক।

তারিখ: ০৫-০৯-২০২১
সময়: রাত্রি ১১:২৫ টায়
দিনাজপুর