চলে গেছে ভয়ঙ্কর
শীতের মাঘ মাসটা
এসেছে ফিরে বসন্তের ফাল্গুন
মাঘ দিয়েছে অনেক যাতনা।
বসন্ত রাখবে মনটাকে ভরিয়ে
কোকিলের কুহু ডাক
শাঁখে শাঁখে ধরবে ফুল
ঝিরিঝিরি বাতাসে মনটা জড়াবে।
শীতের কামড় সইতে হবে না
মন ভরে দুটি মাস উপভোগের,
সবাই খুশি থাকবে
ভাববে কি কষ্টই না পেয়েছি,
এই মাঘ মাসে।
ফাল্গুনে পাখির গানে
ফুলে ফুলে ভরে যায় এই পৃথিবীটা
গাছে গাছে নবীন পাতার সমারোহ।।
রচনাকাল:০৯-০১-২০২১
সময়: দুপুর ৩:৪০ টায়
দিনাজপুর।