ধীরেই আসে হেঁটে হেঁটে
এক পা দুপা করে হেঁটে হেঁটে
মুক্ত করে দেশ;
খোকা হাটে এক পা এক পা করে,
এমন হাঁটা শিখে যায়
চলে হাজার মাইল
তেমনি বিজয় আসে হেঁটে
শত্রু তাড়াতে তাড়াতে,
সময় লাগে অনেক।
লেগে যাক চিন্তা কিসের,
বাংলার জনগণের।
ষোলই ডিসেম্বর এসে যাচ্ছে,
আর দেরি নাই;
বিজয় শুনে খুব খুশি হবে
মুক্ত হলো দেশ;
বিজয়ের গান গেয়ে,
সকলে ধন্য হয়ে যাবে।।
রচনা কাল: ১৪-১২-২০২০
সময়: রাত্রি ৮:০০ টায়
দিনাজপুর।