চলে গেলো ২১
বরণ করি নতুন বছর ২২
২২ থাকবে ১২ মাস এক বছর
তারপরও ২২ ও ২১ এর
মতো চলে যাবে ।
অতীত দিনগুলি
মনে করে দুঃখ টেনে
না আনাই ভালো..!!
তাই সবাই সবার মতো
একে একে ২২কে বরণ করো।
সালটা যেন মুখে হাসি ফোটায়
কাউকে যেন মলিন না করে
২২ এর দিনে আকাশে পূর্বদিকে
একুশের সূর্যটাই পূর্ব
আকাশে উদিত হবে।
একই গ্রহ তারা নক্ষত্র
সবাই আকাশে...!!
জ্বলজ্বল করে জ্বলবে
রাত্রিটা একুশের মতো
অন্ধকার থেকে যাবে।
সবাই দিনের সব কিছু দূর করে
রাত্রিতে একটু স্বস্তি নিয়ে
বিছানায় ঘুমাবে..!!
ভাবতে পারে ২২ এর রাত্রিটা
বেশি ঘন কালো।
রাত্রি এসে যাবে কিনা
দিন-রাত্রির পরিবর্তন নাই
তারা থাকে একই সূত্রে গাঁথা
কোনও পরিবর্তন আনে না
আবার সরবে যখন ২২।
তখন ২৩ নিয়ে জল্পনা-কল্পনা
মানুষকে সবকিছুতেই ভাবিয়ে তুলে।।
তারিখ: ৩১-১২-২০২১
সময়: সন্ধ্যা ০৭:৩০ টায়