ধরায় যখন এসেছিলাম
দিয়েছিলাম কথা
শান্ত হয়ে সৎ হয়ে
থাকবো জগৎজুড়ে।

আসার জন্য ফাঁকি দিয়ে
করেছিলাম পণ
এখন এসে ধরা পেয়ে
আর করি না ভালো কিছু।

সৃষ্টির চোখ ফাঁকি দিয়ে
ক'দিন থাকবো এই দুনিয়ায়
ক'দিন পরে নিয়ে যাবে
রাখবে অন্ধকারে।

ভেবে দেখিনি একটিবারও
কথা দিয়েছিলাম
করলাম আমি কি..?
শেষ সময়ে ভেবে লাভ নাই।

যেতেই হবে পারে
একটু কাজ ভালো করলে
খুশি থাকতো প্রভু
তখন তোমার কত আদর
পেতে যেতে মোহর।।

তারিখ: ২৭-১১-২০২১
সময়: সকাল ০৭:৪০ টায়
দিনাজপুর