বৈশাখ এখন বদলি হয়েছে
আমি জ্যৈষ্ঠ এসেই গেছি
এখন ঢালতে থাকবো তাপ
সহ্য করবে খাবে রসে ভরা ফল।
অনেক মজা পাবে
বলবে মুখে গরম অনেক
পাচ্ছি অনেক মিষ্টি ফল
মনটা ভরে যাচ্ছে।
এটাও জ্যৈষ্ঠের দেওয়া
অনেক উপহার..!!
দোষ গুণ দুটি থাকে
সবার করতে হয় ভোগ।
কষ্ট করলে কেষ্ট মিলে
এটাও সত্য কথা
গরমে ত্রাহি ত্রাহি..!!
মিষ্টি ফলে জুড়ায় প্রাণ।।