এনে আমায় কখন দেবে
একটি ফুলের আঁটি
কোথায় পাবো ফুলের আঁটি
এনে দিবো তোমায়।
ফুল বাগিচায় ফুল থাকে
আনবে তুমি আঁটি
কেমনে ছিড়বো ফুল আমি
ধরবে এসে মালী।
ফুলের বাগান ছিন্ন করা
বড়ই পাপের কাজ
গাছের বুক খালি করা
নয় তো ভালো কাজ।
ছিঁড়বে ফুল আনবে বাড়ি
কদিন থাকবে ঘরে
ঝরা ফুল ঝরে পড়ুক
ঝড়ুক বাগানেতে।
ফুলের মরণ চেওনা
ফুলের মতো হয়ো
নিশ্চুপ থাকে তাঁরা
সদায় ছড়ায় সুবাস।
প্রকৃতির সৌন্দর্য ভরে
ফেলানো তাদের মহৎ কাজ
পূর্ণিমার আকাশে জ্যোৎস্নার
আলোতে জৌলুস আরো বৃদ্ধি পায়।
ফুলে ফুলে অভিমান
কোনদিন দেখিনি
থাকে তারা দলবেঁধে
পাপড়ির সাহায্যে।।
তারিখ: ২৪-১১-২০২১
সময়: রাত্রি ১২:০০ টায়
দিনাজপুর।