২২ এর বিদায় ২৩শের আগমন
২২ ঝরে গেল ২৩ চাঙ্গা হলো
কতদিন আর ২৩ এর
বারো মাস পর পিছু হাঁটবে।

আসে যখন ২৩
ভাবে কত মনে মনে
হবো আমি বছরের রাজা
কে তাড়াবে আমায়।

বছর যখন পূর্ণ হবে
আপনি যাবে দিশা নাই
বারো মাসের বাহাদুরি
করে তাঁরা পাল্লাপাল্লি।।

সময়: ৩১-১২-২০২২
তারিখ: সকাল ১১:০০ টায়
দিনাজপুর