বাংলা ভাষার সাথে
মায়ের রোদন আছে জড়িয়ে
বাংলা ভাষা বলতে গেলে
চোখে আসে অঝড় জল।
কাঁদো বাঙালি কাঁদো
মন ভরে কাঁদতে থাকো
ভাষা নাই বোবা,
জীবন কাটতো কেমনে..?
ইশারায় কি বুঝতো সবকিছু..?
যারা এনেছে ভাষা ছিনিয়ে।
তাদের দাওনা পুরস্কার
আহা.! একুশ আর কাঁদা ও না।।
রচনা কাল: ২০-০২-২০২০
সময়: রাত্রি ৮:০০ টায়
দিনাজপুর