বইমেলা জ্ঞানের মেলা
বই পাওয়া যায় গাদা গাদা
সাজানো আছে থরে থরে
আসছে মেলায় দল বেঁধে।

নিচ্ছে কত বই বেঁধে
পড়বে বই অবসরে
জ্ঞান পাবে রাশি রাশি
বাড়বে তাঁতে মনের খোরাক
সময়টা কাটবে বই পড়ে।

খুঁজবে আরও বইয়ের স্টল
আরো কত আছে বই
আনি গিয়ে সাথে তারে
কালটা কাটাবো বই পড়ে।

ভালো লাগেনা অন্য কিছুতে
বই সঙ্গী হয়ে থাকি
আর কি চাই জীবনে..?

তারিখ:৩১-০১-২০২২
সময়: রাত্রি ২:৩০ টায়
দিনাজপুর