২১শে ফেব্রুয়ারি

২১শে ফেব্রুয়ারিটা
দিয়েছে অনেক দুঃখটা
ভাষার জন্য প্রাণ যায়
কথাটা কি সহ্য হয়।

মুখে বলবে হাজার কথা
মুখটা কেন বন্ধ করবে
মুখে আছে অনেক কথা
মুখের বেড়া দিয়ে..!!
ভাষা বন্ধ করে।

বেড়া খুলতে গিয়ে
জীবন গেল পিষে
হারিয়ে গেলো মায়ের সন্তান
আছে তাঁরা ফুলের দেশে।

একুশে ফেব্রুয়ারি
আসবে তাঁরা দলবেঁধে
শুনবে তাঁরা একুশের গান
দেখবে তাঁরা বাংলা ভাষা
বেঁচে আছে।

করছে‌ সবাই ভাষার ব্যবহার
সন্তান আসার অপেক্ষা
করছে শহীদ জননীরা
ভাষার মাসে আসে তাঁরা
মায়ের আদর নিয়ে...!!
চলে যায় আবার ফিরে।।

তারিখ: ২০-০২-২০২৩
সময়: রাত্রি ১২:০০ টায়
দিনাজপুর।