গরমে জনজীবন অতিষ্ঠ
সবাই চাচ্ছে একটু শীতল স্বস্তি
একটু বৃষ্টি ও শীতল বাতাস
যেন সবার প্রাণ টা জুড়ায়।
তীব্র দাবদাহে জনজীবনে
নাকাল হয়ে পড়েছে
শ্রমিকেরা খরতাপে মধ্যে
কাজ করতে হিমশিম খাচ্ছে।
জীবন-জীবিকার তাগিদে
কষ্ট সহ্য করে..!!
কাজ করে যাচ্ছে
একটু কিছু খেয়ে যেন,
বাঁচতে পারে।
কবে যে মনে প্রশান্তি
এনে দিবে সেই..!!
অপেক্ষায় সবাই।।
রচনা কাল: ১-০৫-২০২১
সময়: রাত্রি ৮:২০ টায়