একটা কম্বল জীবনের
অনেক সম্বল..!!
দুঃস্থর কোন সম্বল নাই
যদি পাই দান ব্যক্তির কাছ
থেকে একটি কম্বল উপহার।

মহা খুশিতে থাকে
কনকনে শীতে যেখানে ঘুমাবে
সেখানে একটু শীত নিবারণ হবে
দুঃস্থের কাছে একটা কম্বল
থাকলে অনেক সম্পদ মনে করে।

দুয়ারে দুয়ারে যা পাবে
তাই ক্ষুধা নিবারণ হবে
খাদ্য পেটের ক্ষুধা মেটায়
কম্বল দেহের শীত,
থেকে রক্ষা পাওয়ায়।

তাই অসহায় ব্যক্তি
কাহারো কাছে পাওয়া
একটা কম্বল তাঁর কাছে অনেক।।

তারিখ:০৭-১২-২০২১
সময়: দুপুর ০১: ৩০ টায়