একই পথে দুইজন হাঁটি
কোথায় কার বাড়ি
হয়না কোন কথাবার্তা
হেঁটে চলি পথ।
সুদূর পথ বেয়ে বেয়ে
যেতে সময় লাগে অনেক
টানা পথে চলতে গিয়ে
অনেক হয় দেরি,
তাই বলিনি কথা।
বলিনি আমি
কোথায় তোমার বাড়ি.?
পথ যখন শেষ হয়ে যায়
ফিরে আসি বাড়িতে।
ক্লান্ত হয়ে পড়ি অনেকক্ষণ
সবল দেহে হাঁটতে হয়েছে
অনেক কষ্ট
পথিকটা ছিলো রুগ্ন
তবুও হেঁটেছে আমার সাথে।
শক্তি দিয়ে জীবন দিয়ে
হেঁটেই চলেছে,
পথে যদি করি দেরি
ঘনিয়ে আসবে,
গভীর রাতের মাঝে;
হানা দিবে দৈব্য দশা।।