কেটে যাবে আশি নব্বই একশো
এটুকু পর্যন্ত তাঁর বেশি আর না
মানবের একটা নির্দিষ্ট..!!
বয়স পর্যন্ত পৃথিবীতে থাকা।
সারা জীবনের জন্য রাখবে না
সৃষ্টিকর্তা দিন বেঁধে দিয়ে পাঠিয়েছে
কেউ সুন্দর পৃথিবী ছেড়ে যেতে চায়না
মায়া ভরা জায়গাতে কালটা কাটাতে চাই।
কত আফসোস নিয়ে,
চলে যেতে হয়
আর আসতে পারবো কিনা
আসলে ও আর জানতে পারা যায় না,
আরো একবার পৃথিবীতে এসেছিলাম।