নতুন জীবন শুরু হওয়াতে
সব পাল্টে যাবে
আগের জীবনের সবকিছু চলবে না
বাড়ির বৃদ্ধটা বয়সের ভারে
জীবন পরপারে চলে গেছে।
এখন বাড়ির বৃদ্ধা
একা হয়ে গেল
সেই আগের পদ্ধতিতে
জীবন কাটাতে পারবে কিনা..?
ভাবনায় পড়েছে।
আর ভাবনা করতে পারছে না
ভাবনা শক্তি কমে গেছে
আর সোনালী স্বপ্ন নাই
কেবল সামনের দিন কয়টা
কিভাবে যাবে..?
তার জন্য সৃষ্টির কাছে
কামনা করছে..!
যেন তার জীবনের উপর
জীবন সন্ধ্যা না আসে।
পুত্র পুত্রবধূ তাদের জন্য
ভালো চেয়েছে
যেন তাদের অন্তর টা
ভালো থাকে।
তার প্রতি কোনো বিরূপ
আচরণ না দেখায়
তাদের জন্য সৃষ্টির কাছে
প্রার্থনা করে যাবে;
যেন অকূল সমুদ্রে
হাবুডুবু না খেতে হয়।।
তারিখ: ০২-১২-২০২১
সময়: সন্ধ্যা ০৭:৫০ টায়