মনটা খায় কুরে কুরে
আমি কেন কুঁড়েঘরে
চোখ খুললেই দেখি
কত উঁচু উঁচু দালান।
সেই ঘরে বাস করে
আমার মত ভাই
আমি কেন নিচে পড়ে
গড়াগড়ি করি।
ভেজা মেঝেতে সংক্রামক হয়ে মরি
ভালো একটু বসত পেতাম
থাকতাম সুখে আমি
মনে কেন দানা বাঁধে।
কবে হবে বাড়ি
ভাগ্যে যদি না থাকে
হবে না কোনকিছু
এমনিভাবে যাবে দিন
করার কিছু নাই।
মরার পরে মাটি আমার
হবে জীবন সাথী।।
তারিখ: ২০-০২-২০২২
সময়: সকাল ৫:৫৭ টায়
দিনাজপুর।