যার আছে দুই পা
গর্ব তাহার অনেকটা
পা থাকলে সব হয়
অনায়াসে চলতে পারে।

বুদ্ধি খাটে সব কাজে
পা নাই অচল দেহ
কাজ হয় না সফল কোন
কি করবে দিশেহারা।

খোঁড়া পায়ে হাঁটে কেমন
পা আছে যার জগৎ ভালো তার
পা নাই যার..!!!
বসে বসে দিন কাটে।।

তারিখ:
সময়:
দিনাজপুর।