দৌড় দিয়ে যাচ্ছো কোথায়
আনতে যাচ্ছি ভাষা
প্রতিবাদের ঝড় তুলবো
ভাষা উদ্ধার করেই ছাড়বো।

ভাষা ছাড়া বোবা মানুষ
কেমন করে বাঁচবে জীবন
হাটুরেরা হাটে যায়
কথা ছাড়া কি সওদা পাই।

না বললে সওদা নাই
স‌ওদা ছাড়া জীবন কি?
পশ্চিমাদের এমন আদেশ
কেন করবে বাঙালিরা।

ঝাঁপ দিয়েছে গভীর জলে
ভাষা এনেছে অঙ্গ ভরে
বাংলা ভাষায় কথা বলো
ভাষার মর্যাদা অটুট রাখো।।

তারিখ: ০৪-০২-২০২২
সময়: রাত্রি ২:০০ টায়
দিনাজপুর।