দশমীতে দিশেহারা
চোখের জলে ভক্ত ভাসে
চলে যাবে মা দুর্গা দেবী
কৈলাসে শ্বশুর বাড়ি।

আগামী‌ শরতে আসবে মা
অপেক্ষায় ভক্তগণ
মা আসলে মজা লাগে
মনে জাগে নতুন ফুর্তি।

মন্দিরে ঢাক বাজে
সুরে সুরে হই মোহিত
পাবে একটু মায়ের প্রসাদ
গ্রহণ করে সাদরে।

ষষ্ঠী তিথি খুশির তিথি
দশমী তিথি বেদনার তিথি।।

সময়: রাত্রি ৩:০০ টায়
তারিখ:২২-০৯-২০২২
দিনাজপুর।