মুখের কথা আচরণই
সব বুঝা যায়
লাগেনা কোন দর্পণ
আয়নার কাঁচে দেখতে হয় না।
ওই ব্যক্তিটি কেমন
সে এমন সহজ না
বিশ্ব খাতায় নাম তুলেছে
বুঝায় নিজে নিজে।
সে একজন খ্যাতনামা
বিষে ভরা মনের মধ্যে
আসেনা সে উপকারে
সারাজীবন কুৎসা তৈরি।
ঝগড়া করাই তাঁর কাজ
মনের ভিতর চরকা কাটে
বসে বসে দিনরাত্রি
তাহার সাথে পারবে কি কেউ.?
জ্ঞানীর কাজ জ্ঞান সংগ্রহ
পাপের কথা নরকের কথা
সবার জানা আছে..!!
কুৎসা বন্ধ করবেনা,
পাপের ভয়টা যদি দেখায়।।
রচনা কাল: ১৫-০৫-২০২১
সময়: বিকাল ৫:১০ টায়