আজ শ্রী কৃষ্ণের দোল পূর্ণিমা
হিন্দু ধর্মালম্বীদের উৎসবের দিন
পৃথিবীর সব খানে দোল পূর্ণিমায়
দোল উৎসব হয়ে থাকে।

দোলে আবির খেলা হয়
সবাই আজ রঙিন হয়ে যায়
শ্রীকৃষ্ণ বৃন্দাবনে খেলেছিলেন,
ভক্তগণ সঙ্গে নিয়ে দোল।

সবাই আজ দেবতার মন্দিরে
আবির দিয়ে ভূষিত করবে
আর মাখবে নিজেদের অঙ্গে
প্রতি এক বছর পর বসন্তে
হয়ে থাকে দোল উৎসব।।

রচনা কাল:২৯-০৩-২০২১
সময়: সকাল ১০:০০টায়
দিনাজপুর।