এক হাতে দিয়ে যাও
অন্য হাতে রেখে দাও
নিজের জন্য একটু
অন্যের জন্য কিছু।
দুজনের সমান অধিকার
যদিও হয় তোমার জিনিস
তাও পাবে তোমার কাছে
কারো সম্পদ কারো কাছে
একটু পাওয়ার আশা থাকে।।

তারিখ:‌০৫-০৮-২০২১
সময়: রাত্রি ১২:০০ টায়
দিনাজপুর।