সন্তান লালন-পালনের
সীমাহীন দুর্ভোগের কথা
কেউ ভাবে না
এমনকি সন্তান ও ভুলে যায়
ফুলের কুঁড়ি কে..?
এমন ভাবে সযত্ন করে..!!
একটি পূর্ণাঙ্গ রূপ তৈরি করে দেয়;
পৃথিবীর এই মা জননী।
বাচ্চা কোল থেকে,
কোল ছিঁড়ে ছিঁড়ে
নেমে যেতে চাচ্ছে
মা কত কষ্ট করে
কোলের সাথে জড়িয়ে রেখেছে
নিচে পড়তে দিচ্ছে না।
অথচ সেই সন্তান বড় হয়ে
কি রূপ ধারণ করবে..?
এক মাত্র সৃষ্টি জানেন
তাই যত মায়ের সন্তান আছে
সবার মাকে দু'মুঠো অন্ন,
সন্তানের কাছ থেকে পায়
সেটা এই পৃথিবীতে মায়ের
চাওয়া-পাওয়া।।
রচনা কাল: ১১-০৩-২০২১
সময়: দুপুর ৩:৪০ টায়
দিনাজপুর